দামুড়হুদার জগন্নাথপুর সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান : আটক ১

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার জগন্নাথপুর সীমান্তে বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে ফেনসিডিলসহ হুদাপাড়ার নাজমুল হোসেন ঘেগা চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের নায়েক আজিজ উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মাঠ হতে নাজমুল হোসেন ঘেগাকে (৪০) ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করেন। নাজমুল হোসেন ঘেগা কার্পাসডাঙ্গা হুদাপাড়ার ই¯্রাফিল সর্দারের ছেলে। এ ঘটনায় নায়েক আজিজ উদ্দীন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নাজমুল হোসেন ঘেগা বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

Leave a comment