আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালীর নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়, গাংনী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস পরির্দশন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে সাক্ষাতও করেন তিনি।
জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে স্কুল পরির্দশনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন তোমরাই জতির ভবিষ্যত। সুস্থ পরিপূর্ণ সমাজ গড়তে হলে তোমাদেরই দায়িত্ব নিতে হবে। সুস্থ সমাজ গড়তে হলে সমাজ থেকে বাল্যবিয়ে বন্ধ করতে হবে। বাল্যবিয়ে সমাজের ক্ষতিকর দিক, বাল্যবিয়ে কারণে প্রতিবছরে দেশে ঝরে যায় হাজার হাজার শিক্ষার্থী। আর এ বাল্যবিয়ের শেষফল অকালে মৃত্যু।
জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান বুলবুল, সহকারী শিক্ষক হুমায়ন কবীর টুলু, শামিম রেজা, মোক্তার হোসেন, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মইনুদ্দীন আহম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান ফারুখ। ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মচারীবৃন্দ। ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাফিজুর রহমান, এমদাদুল হক ওদুদ প্রমুখ।
আসমানখালীর দুটি বিদ্যালয় ইউনিয়ন পরিষদ ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক
