আলমডাঙ্গার আসমানখালীতে জেএসসি পরীক্ষার্থীদের উত্ত্যাক্ত : প্রতিবাদ করায় আলমসাধুচালককে চড় থাপ্পড়

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালীতে জেএসসি পরীক্ষার্থীদেরকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীরা হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজে জেএসসি পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে আলমসাধু যোগে রওনা হয়। তারা আসমানখালী বাজারে পৌঁছালে বাজারে শালিকা গ্রামের প্রবাসী সাইদের ছেলে শিমুলসহ কতিপয় যুবক আলমসাধুতে থাকা পরীক্ষার্থীদের গায়ে পানের বোটা ছুড়ে মারে। আপত্তিকর আচরণের সাথে সাথে কটুক্তিও করে। চালক আলমসাধু বন্ধ করে এ ঘটনার প্রতিবাদ করে। সেই সময় যুবকরা আলমসাধু চালককে চড়-থাপ্পড় মারে। ছাত্রীরা আসমানখালী বাজার থেকে প্রধান শিক্ষকের কাছে মোবাইলে ঘটনার বর্ণনা দেয়। খবর পেয়ে প্রধান শিক্ষক আতাউল গণিসহ সহকারী শিক্ষিকেরা বাজারে পৌঁছে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠান। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ঘটনার বিবরণ দিয়ে ইভটিজিংয়ের অভিযোগ করেন।

Leave a comment