আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদকব্যবসায়ী আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ রেল স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার বিকেলে মাদক বিক্রি করার সময় তাদের তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৮ পুরিয়া হেরোইন ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা রেল স্টেশনপাড়ার জলিল ম-লের ছেলে রুবেল (৩৪), গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডপাড়ার উম্বার আলীর ছেলে খাইরুল ইসলাম (৩৫) ও ওয়াবদা কলোনির শাখাওয়াত হোসেনের ছেলে হালিম (২৮) চিহ্নত মাদকব্যবসায়ী। এরা আলমডাঙ্গা স্টেশনপাড়াসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকব্যবসায়ী বিক্রি করে আসছিলো। গতকাল আলমডাঙ্গা থানার এসআই জাকির হোসেন, এএসআই নাজমুল ইসলাম ও এএসআই সাইফুল ইসলাম রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রিকালে তিনজনকে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে।

Leave a comment