ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের ৬ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক জানান, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ৩১জন, শৈলকুপা থেকে ২৩জন, হরিণাকুন্ডু থেকে ৫জন, মহেশপুর থেকে ৯জন, কালীগঞ্জ থেকে ৭জন এবং কোটচাঁদপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় ১’শ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।