মেহেরপুর অফিস: মেহেরপুরে ইন্টারন্যাশনাল পিস ইয়ুথ গ্রুপ “এসো শান্তির পৃথিবী গড়ি” এ স্লোগানে তারুণ্য শান্তির অগ্রদূত শীর্ষক সভায় অ্যাম্বাসেডর জাকির হোসেনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় শহীদ সামসুজ্জোহা পার্কে গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি মজিবুল হক খান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষকনেতা (ইন্টারন্যাশনাল পিস ইয়ুথ গ্রুপ) এর অ্যাম্বাসেডর মেহেরপুরের কৃতি সন্তান জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় সংবিধানিক অধিকার ফোরামের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফয়েজ আহম্মেদের সঞ্চালনায় এসময় গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, জাতীয়তাবাদী মৎস্যজীবী সমিতির আহ্বায়ক অধ্যক্ষ সেলিম রেজা, পৌর যুবদলের সহসভাপতি লাভলু, আসাদুল হক ক্যানাডি, ইউপি সদস্য হাসিব উদ্দিন, গোলাম মহিসহ প্রায় ৫শতাধিক তরুণ-যুবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, তরুণদের সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য এ মন্ত্রে দীক্ষিত হয়ে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, গরীব দুঃখী কৃষকেরা অতি কষ্টার্জিত অর্থ তার সন্তানদের লেখাপড়ার জন্য ব্যয় করে। কিন্তু পরিতাপের বিষয় তার সন্তান মেধাবী ও সব ধরনের যোগ্যতার অধিকারী হওয়া সত্ত্বেও চাকরি পাচ্ছে না। ফলে এসব অসহায় দরিদ্রদের জীবনমান পরিবর্তন ঘটছে না এবং মেধা ও যুব শক্তির অপচয় ঘটছে। তিনি মানুষের জীবনমান পরিবর্তনেও তরুণদের কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান। এর আগে বিভিন্ন গ্রাম থেকে আসা জনসাধারণ ফুলের মালা ও তোড়া দিয়ে জাকির হোসেনকে গণসংবর্ধনা প্রদান করেন।