জীবননগর রাজাপুরের গৃহবধু হত্যার অভিযোগে মামলা গ্রেফতার হয়নি অভিযুক্তদের কেউ

জীবননগর ব্যুরো: জীবননগরের রাজাপুরের গৃহবধু নাজমা খাতুনকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হলেও এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী বেল্টু ও দেবর কবির। অভিযুক্ত খুনিদের শাস্তির দাবিতে অনড় নাজমার পরিবারের সদস্যরা। গত বছরের ১৭ এপ্রিল জীবননগর উপজেলার মাধবখালি ছটাঙ্গাপাড়া জিয়ারুল ইসলামের মেয়ে নাজমা খাতুনের বিয়ে হয় একই উপজেলার রাজাপুর গ্রামের মজিবর রহমানের ছেলে বেল্টুর সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নাজমাকে নির্যাতন করতো বেল্টু ও তার পরিবারের সদস্যরা। গত ১৪ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে নাজমার ওপর অকথ্য নির্যাতন করেন বেল্টু ও তার ভাই কবির। এ সময় নাজমা সংজ্ঞাহীন হয়ে পড়লে প্রতিবেশিরা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ভর্তি করে যশোর সদর হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর মারা যান নাজমা। এ ঘটনায় নাজমার বোন আলেয়া খাতুন বাদি হয়ে চুয়াডাঙ্গা আদালতে বেল্টু ও কবিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারের উল্লেখ করা হয়েছে, নাজমাকে নির্যাতন শেষে জোরপূর্বক মুখে বিষ ঢেলে আতœহত্যার নাটক সাজানোর অপচেষ্টা করে বেল্টু ও তার পরিবারের সদস্যরা। ঘটনার প্রায় তিন সপ্তাহ হলেও এখনো পর্যন্ত বেল্টু ও কবিরকে গ্রেফতার করেনি পুলিশ। এদিকে মামলা তুলে নিতে আলেয়া খাতুনসহ তার পরিবারকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসি।

Leave a comment