ভালাইপুর প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আশরাফুল ইসলাম গ্রামের আইতাল বিশ্বাসের ছেলে।
জানা গেছে চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর বিশ্বাসপাড়ার আয়াত আলী বিশ্বাসের সেজ ছেলে আশরাফুল বিশ্বাস সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির টিউবয়েল হাত মুখ ধুতে গেলে, টিউবয়েলের সাথে থাকা মোটরের বৈদ্যুতিক তার ছিদ্র থাকায় টিউবয়েলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আছড়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে, বৈদ্যুতিক মেইনসুইচ বন্ধ করে দিয়ে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়, হাসপাতালে নেয়ার পথেই মারা যান বলে সঙ্গে থাকা কয়েকজন জানায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় বিদ্যুতস্পৃষ্ট ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও শুভাকাঙ্খীদের মধ্যে শোকের মাতম দেখা গেছে।
এদিকে বিদ্যুতস্পৃষ্টে নিহত ব্যক্তিকে হাসপাতালের ইমারজেন্সি থেকে বাড়িতে নেয়ার জন্য আলমসাধুতে তোলার সময় পরিবারের লোকজন নিহত ব্যক্তির নড়াচড়ার অনুভব বুঝতে পেরে, আবারও হাসপাতালের ইমারজেন্সি নেয়, ডা. মশিউর রহমান প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করলে, নিহত ব্যক্তির পরিবারের লোকজন ডাক্তারসহ ইমারজেন্সির স্টাফদের বিবাদে জড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরে অবশ্যয় নিহত ব্যক্তির বিভিন্ন পরীক্ষার পর মারাগেছে বুঝতে পেরে বাড়িতে ফিরিয়ে নিয়ে নিহতের মরদেহ নিয়ে বাড়িতে পৌঁছালে পরিবার ও নিকটাত্মীয়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে গ্রামের বাতাস। নিহতের মরদেহ দুপুর ২টার দিকে পীরপুর কবরস্থানের জানাজা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।