গাংনীর বাঁশবাড়িয়ার ডিজে সালাম মাদক মামলায় জেলহাজতে

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বাঁশবাড়ীয়া গ্রামের সালাম ওরফে ডিজে সালামকে (২৬) মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার রাতে বাঁশবাড়ীয়া বাজার থেকে তাকে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে নিজ দোকান থেকে তাকে গ্রেফতারের সময় ব্যাগ ভর্তি নেশা দ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে ৫ বোতল ফেনসিডিল ও কফ সিরাপ রয়েছে। বিশেষ ক্ষমতা আইনে গাংনী থানার এসআই বখতিয়ার খালেদ গাংনী থানায় তার নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল শনিবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
ওসি আরও বলেন, সালাম ওরফে ডিজে সালামের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সালাম ওরফে ডিজে সালাম বিভিন্ন কাজেই বিতর্কিত ও গ্রামের বহুল সমালোচিত ব্যক্তি। সম্প্রতি তার দোকানে মোবাইল মেরামত করতে দিয়ে বিপাকে পড়েন বাঁশবাড়ীয়া গ্রামের বাবুল হোসেন। বিকাশের গোপন পিন হ্যাক করে তিন হাজার টাকা হাতিয়ে নেয় সালাম। পরে গ্রাম্য সালিশে ভুল স্বীকার করে।
এদিকে সালাম ওরফে ডিজে সালাম মাদকসেবী বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তার ফেসবুক টাইমলাইনে পাওয়া গেছে মদের গ্লাস ধরে পান করা ভঙ্গিমার ছবি ও বিদেশী মদের বোতলের কয়েকটি ছবি। যা ছড়িয়ে পড়ে বিভিন্ন ব্যক্তির টাইমলাইনে। এছাড়াও কয়েক বছর আগে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে তাকে ব্লাকমেইল করার অভিযোগ রয়েছে। অপরদিকে কয়েক বছর আগে নিজের তৈরি বোমা পরীক্ষা করেছিলো সালাম। এসময় বিষ্ফোরণে একই গ্রামের মোজাম হোসেনের শিশুপুত্রের চোখ গুরুতর জখম হয়। চিকিৎসার পরেও অবুঝ শিশুর চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধত্বের অভিশাপ নিয়েই শিশুটি বেড়ে উঠছে। অবশ্য অর্থ জরিমানা দিয়ে সেযাত্রায় রক্ষা পেয়েছিলো সালাম।

Leave a comment