৪৬তম জাতীয় সমবায় দিবস: চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে নানা আয়োজন
মাথাভাঙ্গা ডেস্ক: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ শ্লোগান সামনে নিয়ে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিলো জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনাসভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে সকলকে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে উৎপাদনমুখী সমবায় করার আহ্বান জানান।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃনাল কান্তি দে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা (পিপি), ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা নাজির হোসেন ও সাবেক জেলা সমবায় কর্মকর্তা মনজুর কাদের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন ‘প্রশাসন আগে প্রশাসক হিসেবে থাকলেও এখন সেবক হিসেবে কাজ করছে। এজন্য সরকারি সেবা পেতে জনগণকে বেগ পেতে হয় না। আপনাদের সকল ভালো উদ্যোগে প্রশাসন পাশে থাকবে।’ অনুষ্ঠানের সভাপতি শেখ নাজিম উদ্দিন বলেন ‘চুয়াডাঙ্গা কেন্দ্রীয় সমবায় ব্যাংক দেশের মধ্যে এবার নিয়ে পরপর সাতবার সেরা খেতাব অর্জন করেছে।’
জীবননগর ব্যুরো জানিয়েছে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা ক্যাম্পাস হতে উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল লতিফ ও ইউএনও সেলিম রেজার নেতৃত্বে শহরে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। এর পূর্বে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় এবং শেষে সমবায় দিবসের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ট্রেনিং সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিপাদ্য বিষয়ের ওপর প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুল খালেক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্ ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মেহেদী হাসান। উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শামনুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য দলিল উদ্দিন দুলাল, বাবুল আক্তার, নূরুল ইসলাম ও শাহাজান আলী।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, গতকাল সকাল ১০টায় সমবায় দিবস উপলক্ষে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন র্যালি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, সমবায় অফিসার মৃনাল কান্তি মল্লিক, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, প্রকল্প কর্মকর্তা মুক্তা খাতুন। সমাজ সেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ঐশি সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, মধ্যমাঠ খাল ও পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি তকবুল হোসেন মেম্বরসহ সমবায়ের ৬০টি প্রাথমিক সমিতি, ৩টি কেন্দ্রীয় সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ। সভা শেষে সমবায়ের ঋণ বিতরণের ২য় পর্যায়ে নতিডাঙ্গা আবাসন প্রকল্পের ১৪ জনকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৮০ হাজার টাকা লোন প্রদান করেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলণায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা. কানিজ হোসেন জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ সেলিম, জেলা সমবায়ের চেয়ারম্যান হাজী আব্দুল গফুর, জেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার জাফর ইকবাল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। বক্তারা সে সময় সমবায়ীদের উৎপাদনমুখী কার্যক্রম করার জন্য আহ্বান জানান।
মেহেরপুর অফিস জানিয়েছে, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টার দিকে সমবায় অফিস কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা কাজী মিজানুর রহমান। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজি আশকার আলী, জেলা মৎস্যজীবী সমিতির প্রতিনিধি সাদেক হোসেন বাবলু। জেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুল হক ও রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার সরকার, উৎপাদনমুখী উন্নয়ন সমবায় সমিতির পরিচালক প্রভঞ্জন বিশ্বাস, চাঁদবিল মৎস্যজীবী সমিতির সভাপতি ক্ষুদিরাম হালদার, হরিরামপুর মৎস্যজীবী সমিতির সভাপতি ফিরাদুল ইসলাম। এর আগে র্যালিতে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন সমিতির মৎস্যজীবীরা অংশ নেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শনিবার ১১টায় মুজিবনগর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনাসভায় সমবায় অফিসার নাছিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বক্তব্য রাখেন উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, মুজিবনগর কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান মুন্সী টিটু, সমবায়ী আব্দুল মালেক, মাহাফুজ, হাসানুজ্জামান, আমজাদ হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীবৃন্দ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনীতে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা সমবায় অফিসার মিলন কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দেলোয়ার হোসেন, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী। উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতি নেতৃবৃন্দ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, শনিবার সকালে মহেশপুর উপজেলা সমবায় দফতরের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। মহেশপুর মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন মহেশপুর সমবায় সমিতির সভাপতি মীর সুলতানুজ্জামান লিটন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা সমবায় অফিসার ফরিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, প্রকল্প কর্মকর্তা মুসা ইব্রাহিম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী সমবায় অফিসার এইচ.এম শাহরিয়ার শরিফ।