জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের পানি নিস্কাশনের জন্য নির্মিত রাস্তার দুই পাশের ড্রেনটি এখন মাটির নিচে থাকায় সরোজগঞ্জ কালোপোল সড়ক মুখে জমছে পানি। ফলে বাজারমুখী মানুষেরা দূর্ভোগের শিকার হচ্ছে।
জানা গেছে, সরোজগঞ্জ বাজারের পানি নিস্কাশনের জন্য প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ২০০৮ সালে ড্রেনটি চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের দুপাশে নির্মাণ করা হয়। পরিকল্পিতভাবে ড্রেনটি নির্মাণ করা হলে ও ড্রেনের ওপর সøাপ না থাকায় দোকানিরা ড্রেনের অধিকাংশ মাটি দিয়ে ভরাট করে দিয়েছেন। যার কারণে কালোপোল সড়ক মুখসহ সরোজগঞ্জ বাজারের অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয় । সরোজগঞ্জ বাজারে আসা মানুষের ও দোকানদারদের দাবি রাস্তার প্রবেশমুখ সংস্কার ও ড্রেনের ওপর সøাপ বসিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হোক।