মেহেরপুরে প্রকৌশলীকে বেধড়ক পিটিয়েছে একদল দুর্বৃত্ত

মেহেরপুর অফিস: রাস্তায় ইট ছুড়তে মানা করায় প্রকৌশলী সানাউল হক দ্বীপকে বেধড়ক পিটিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মেহেরপুর মহিলা কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, একদল যুবক পথচারীদের লক্ষ করে ইট ছুড়ছিলো। প্রকৌশলী সানাউল হক এ সময় ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি যুবকদের রাস্তার মধ্যে ইট ছুঁড়তে মানা করেন। এতে যুবকরা ক্ষিপ্ত হয়। প্রকৌশলী সানাউল হককে ১০/১২ জনের একটি দল রাস্তা থেকে জোর পূর্বক ধরে পাশের একটি অন্ধকার গলিতে নিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, তার সমস্ত দেহে আঘাতের চিহ্ন রয়েছে। কোথাও কোথাও ক্ষতও রয়েছে। আহতর ভাই মাহবুবুল হক পোলেন জানান, এ বিষয়ে মেহেরপুর থানায় অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা করা হয়েছে। মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম জানান, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment