দামুড়হুদার নবাগত ওসি’র সাথে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময়

শ্রমিক নেতা সাঈদের মামলা থেকে অব্যাহতির দাবি
দর্শনা অফিস: দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আবু সাঈদকে গত ২৯ অক্টোবর গ্রেফতার করে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ। ট্রাক চুরি মামলায় সাঈদকে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বৈঠক। সেই সাথে দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আকরাম হোসেনের সাথে ইউনিয়নের নেতাকর্মিরা করেছে মতবিনিময় সভা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে ওসি আকরাম হোসেনকে। ইউনিয়নের সহ-সভাপতি মিনাজ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আলোচনা করেন, দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, ওসি আকরাম হোসেন, ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেন, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ লিটন ড্রাইভার, সদস্য ওয়াসিম, শহিদুল, সাবেক যুগ্ন-সম্পাদক আবু হাসান বাবু, সাংবাদিক ইয়াছির আরাফাত মিলন প্রমুখ। সভায় শ্রমিক নেতা আবু সাঈদকে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি তোলা হয় ওসি আকরাম হোসেনের কাছে। সাঈদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে সে যদি অপরাধি না হয় তবে অবশ্যই মামলা থেকে অব্যাহতি পাবে বলে জানান দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন।