অবশেষে সড়কের কাজ শুরু

গিয়াস উদ্দীন সেতু: ঝিনাইদহ চুয়াডাঙ্গা ডাকবাংলা ব্যাংক অফিস পর্যন্ত ফেলে রাখা সেই মহাসড়কের কাজ শুরু হয়েছে। ২০১৫ সাল থেকে ২০১৭ সাল দীর্ঘ ৩ বছর মহাসড়কটি ভেঙ্গে ফেলে রাখায় জনদূর্ভোগে পড়তে হয়েছিলো জনসাধারণের। পরিবহনের যে কত ক্ষয়ক্ষতি হয়েছে এর হিসাব শুধুমাত্র পরিবহন মালিকরা জানে। আর অসুস্থ রোগীদের কথা নাই বা বললাম। এ নিয়ে পত্রপত্রিকায় জনদূর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরে একাধিক সংবাদ প্রকাশ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলো। শুধু পত্র-পত্রিকায় নয় সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা ঝড় তুলেছিলো। রাস্তার কাজ শুরু করায় এলাকাবাসী যে সমস্ত গণমাধ্যম রাস্তার সংবাদ প্রকাশ করে কর্তৃপক্ষের নজরে এনেছিলো তাদেরকে অভিন্দন জানান। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম মোয়াজ্জেম হোসেন বলেন, দায়িত্বভার গ্রহণের পর বিষয়টি নজরে নিয়ে রাস্তার নির্মাণের উদ্যোগ নিয়ে ডাকবাংলা ব্যাংক অফিস পর্যন্ত রাস্তায় ৪৯ লাখ টাকার টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করেছি। খুব দ্রুত কাজ সমাপ্ত হবে বলে আশা করছি।