মুজিবনগরে পিকনিকের ছাত্রীদের উত্যক্তকারী বখাটেদের সাথে ছাত্রদের সংঘর্ষ

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্সে পিকনিকে আসা ছাত্রীদের উত্যক্তের ঘটনায় ছাত্র-বখাটেদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে শিবপুর গ্রামের সাগর হোসেন (২০) নামের এক বখাটে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও শিবপুর গ্রামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আহত সাগর হোসেন শিবপুর গ্রামের আকুববর হোসেনের ছেলে। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে শিক্ষাসফর এবং পিকনিকে যায়। বিভিন্ন স্থাপনা দর্শনের সময় মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের কয়েক বখাটে ছাত্রীদের উত্যক্ত (ইভটিজিং) করে। এতে ছাত্র-ছাত্রীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। প্রতিবাদও করে তারা। এক পর্যায়ে শিক্ষকদের হস্তক্ষেপে তা অবশ্য মিমাংসা হয়। এতে বখাটেরা স্থান ত্যাগ করে।
এদিকে তাৎক্ষনিকভাবে বিষয়টি সমাধান হলে ছাত্র-ছাত্রীরা স্বস্তি নিয়েই মুজিবনগর দর্শন শেষ করে। দুপুরে তাঁরা পিকনিক স্পটে খাওয়া-দাওয়া শুরু করে। এসময় শিবপুর গ্রামের ওই বখাটেরা লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। প্রতিবাদ করে ছাত্ররা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শিবপুর গ্রামের সাগরসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বখাটেরা পালিয়ে গেলেও ধরা পড়ে একজন। অপরদিকে কয়েকজন ছাত্রকেও আটক করে পুলিশ। আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নিরাপদ স্থান মনে করেই আমরা পিকনিকে এসেছিলাম। কিন্তু এখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এখানকার বদনাম ছড়াবে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার সাথে জড়িত ৬ ছাত্রকে ও এক বখাটেকে আটক করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে মিমাংসার প্রক্রিয়া চলছে। হাসপাতালে ভর্তি সাগরের শারীরিক অবস্থার উপরে পরবর্তী করণীয় নির্ভর করছে। এ বিষয়ে এখনো কোনো পক্ষই মামলা কিংবা লিখিত অভিযোগ দেয়নি।

Leave a comment