আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের নওদাপাড়া মাঠে নছিমন উল্টে ৫জন আহত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের নওদাপাড়া মাঠে নছিমন উল্টে ৫জন আহত। গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া গোস্বামী দুর্গাপুর সুন্নতে খাৎনা অনুষ্ঠান থেকে ড্যান্স করে আসার পথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে দুদু মিয়া (২০), একই গ্রামের মেহেরাজের ছেলে সাইফুল (১৮), ছলিমের ছেলে শিপন (১৯), এলাহির ছেলে আলামীন ও হালসা মোহাম্মপুর গ্রামের আনার আলীর ছেলে মোতালেপ (২০) সহ ৯/১০জন আলমডাঙ্গা সোনার তরি স্কুলের ছাত্র-ছাত্রীবাহী নছিমন যোগে আসছিলেন। আলমডাঙ্গা সোনার তরি স্কুলের ছাত্র-ছাত্রীবাহী নছিমন যোগে কুষ্টিয়া গোস্বামী দুর্গাপুর গ্রামে এক বন্ধুর খালাবাড়িতে সুন্নতে খাৎনা অনুষ্ঠানে ড্যান্স করতে গিয়েছিলো। ড্যান্স করে আসার সময় আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের নওদাপাড়া মাঠে জগন্নাথপুর গ্রামের আলমডাঙ্গা সোনার তরি স্কুলের ছাত্র-ছাত্রীবাহী নছিমন চালক নিয়ন্ত্রন হারিয়ে ধানের মাঠে চলে যায়। এসময় ২ জন গুরুত্বরসহ ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।

Leave a comment