স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক দিনের ব্যবধানে আবারো চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের ২য় তলা থেকে এক শিশুর গলা থেকে একটি সোনার চেইন চুরি হয়েছে। একের এক চুরির ঘটনায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। লোকজন আক্ষেপ করে বলতে থাকেন, নিরাপত্তার জন্য হাসপাতালে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে, আছে নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী। তারপরও এমন ঘটনা আসলেই দুঃখজনক। আবার অনেকে বলেছেন, সিসি টিভি ক্যামেরা তো আর সবস্থানে নেই। পুলিশ সদস্যদের বেশির ভাগ সময় বাইরে আরামে চেয়ার নিয়ে বসে থাকতে দেখা যায়। ভেতরে অপরাধীরা অপরাধ করে নিরাপদে পালিয়ে যাচ্ছে। অপরাধীচক্র এখন রুট পরিবর্তন করেছে। তারা সিসি টিভি ক্যামেরার সামনে না এসে আউটডোরের সামনে ভীড়ের মধ্যে রোগী সেজে লাইনে দাঁড়িয়ে চুরি করে সটকে পড়ছে। চক্রটি সংঘবদ্ধভাবে এসে ভেতরে প্রবেশ করে হট্টগোল শুরু করে এবং তাদের সাথে থাকা লোকজন নিরাপদে কাজ সেরে চলে যায়। সংঘবদ্ধ দলকে ধরতে হাসপাতাল কর্তৃপক্ষকে কৌশল অবলম্বন করতে হবে। প্রয়োজনে ছদ্মবেশ ধারন করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে। গত ৩০ ও ৩১ অক্টোবর পরপর দুদিন হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে ও ২য়তলার আউটডোরের সামনে থেকে চারজন নারী রোগীর ব্যাগ থেকে টাকা চুরি হয়। এদের মধ্যে এক নারী চোর ধরা পড়ে। ঠিক তার একদিন বাদেই গতকাল বৃহস্পতিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এবার ছিনতাই হলো রাফিয়া নামের আড়াই বছর বয়সী এক শিশুকন্যার গলার চেইন। শিশু রাফিয়া মেহেরপুরের বারাদী বলিয়ারপুরের গাবতলীপাড়ার সিঙ্গাপুর প্রবাসী রাজিবের মেয়ে। রাজিবের স্ত্রী শাহানাজ পারভীন বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানোর জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসি। হাসপাতালের ২য় তলার ২শ ৭ নম্বর কক্ষের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলাম। ভীড়ের মধ্যে আমার মেয়ের গলায় থাকা ৫ আনা ওজনের সোনার চেইন চোরচক্র গলা থেকে চুরি করে নিয়েছে। চেইনের সাথে যে লকেট ছিলো তাতে ইংরেজিতে ‘ঝ’ লেখা ছিলো। শাহানাজ পারভীন প্রথমে চুয়াডাঙ্গা সদর থানায় গিয়ে অভিযোগ করেন। পরে সিভিল সার্জন অফিসে যান সিসিটিভির ফুটেজ দেখতে। যে স্থানে চুরির ঘটনা ঘটে সেখানে সিসিটিভি ক্যামেরা না থাকায় চোরচক্র শনাক্ত করা সম্ভব হয়নি। শাহনাজ পারভীনকে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবার শিশু রোগীর গলার চেইন চুরি
