মেহেরপুর অফিস: মেহেরপুর যুবলীগ, সৈনিক লীগ, বাস্তহারা লীগ ও সম্মলিত আওয়ামী লীগের ব্যানারে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের মনোনয়ন প্রত্যাহার ও ১৮ দলীয় জোটের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
গতকাল রোববার মেহেরপুর শহরের হোটেলবাজার ৩ রাস্তার মোড়ে শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, সদর থানা যুবলীগের সম্পাদক আল মামুন, জেলা যুবলীগের যুগ্মসম্পাদক নিশান সাবের, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জসিউর রহমান বকুল প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরোন, মাহফিজুর রহমান মাহবুব, যুবলীগ নেতা আহসান হাবিব গোপাল প্রমুখ। সভায় বক্তরা বলেন, গণমানুষের সাথে সম্পর্কহীন ব্যক্তি; যিনি আন্দোলন সংগ্রামে না থেকে রাজধানীতে বসবাস করেন। যিনি মেহেরপুরের মানুষের কল্যাণে কাজ করেন না। তাকে মনোনয়ন দিলে মেহেরপুরের মানুষ মেনে নেবে না।