দর্শনা অফিস: আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী দর্শনা পৌরসভার সাবেক মেয়র পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান পুরোদমে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনীসভা ও গণসংযোগ রেখেছেন অব্যাহত।
গতকাল রোববার সকাল ১০টার দিকে দর্শনা রেলবাজারস্থ চেয়ারম্যান মার্কেটের ছাদে অনুষ্ঠিত নির্বাচনীসভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। আলোচনাকালে স্বতন্ত্রপ্রার্থী মতিয়ার রহমান বলেন, এলাকার আ.লীগের ত্যাগী, মূল্যায়ন বঞ্চিত নেতাকর্মীদের আগ্রহ এবং এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসায় আজ আমাকে স্বতন্ত্রপ্রার্থী হওয়ার উৎসাহ-উদ্দীপনা জুগিয়েছে। রাজনৈতিক অস্থিরতারোধ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ক্ষোভ নিরসনে আমি আগেও যেরকমভাবে প্রস্তুত ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তাই সকলের কাছে আহ্বান করছি আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। এলাকার উন্নয়নে সকলে এগিয়ে আসুন। আরো আলোচনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, মোমিনুল ইসলাম, আব্দুর হালিম, মোজাহারুল ইসলাম, শফিকুল ইসলাম, আমীর হোসেন, এরশাদ আলী মাস্টার, হুমায়ুন, মুন্সি সিরাজুল ইসলাম, কাজল আহম্মেদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন নফর, একে আজাদ কিরণ, সাইফুল ইসলাম হুকুম, ছাত্রলীগ নেতা মিল্লাত, সাগর, নাজিম, জুয়েল, মাসুম, শফি প্রমুখ।
এদিকে বিকেলে মতিয়ার রহমান দর্শনা রেলবাজারের একাংশ, কেরুজ এলাকা, ইসলামবাজার ও রেলকলোনি মহল্লায় নির্বাচনী গণসংযোগ করেছেন। এ সময় মতিয়ার রহমান এলাকাবাসীর সাথে কূশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেন।