জীবননগর গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা হ্যান্ডবলে শাপলাকলি ও ফুটবলে পাইলট স্কুল চ্যাম্পিয়ন

 

জীবননগর ব্যুরো: গতকাল সোমবার জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়মাঠে আন্তঃউপজেলা স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে হ্যান্ডবলে জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় ও ফুটবলে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় আন্দুলবাড়িয়া আশরাফিয়া দাখিল মাদরাসাকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠিত হ্যান্ডবল খেলায় শাপলকালি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। অপর ফুটবলে টাইব্রেকারে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৬-৫ গোলে আন্দুরবাড়িয়া আশরাফিয়া দাখিল মাদরাসাকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা। তিনি উভয় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল এ সময় উপস্থিত ছিলেন।