স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আজ। এ পরীক্ষা নেয়া হলেও আগেই পছন্দের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলেছে, বিদ্যালয়েরই সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে নিয়োগ দেয়ার বিষয়টি চূড়ান্ত করা হলেও বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক নিয়োগের দাবি পুরণ করা হয়নি।
অভিযোগকারীরা বলেছেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত মাসে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের আগেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের তোড়জোড় শুরু হয়। অথচ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষক প্রয়োজন। সেদিকে বিশেষ দৃষ্টি না দিয়ে বিদ্যালয়েরই সহকারী প্রধান শিক্ষককে নিয়োগ দেয়ার নিমিত্তে নানামুখি দেনদরবার করা হয়। যা প্রকাশ হয়ে পড়ে। ফলে আবেদকদের মধ্যে যেমন হতাশা, তেমনই অভিভাকমহলে দানা বেধেছে ক্ষোভ।
চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিজির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগকারীরা নিয়োগে স্বচ্ছতার সাথে যোগ্য প্রার্থীকে নিয়োগদানের আহ্বান জানিয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদকে ইংরেজি শিক্ষক নিয়োগে আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন।