মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বঙ্ক্স এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। স্পইটন ডুইভিল স্টেশনের কাছে মেট্রো-নর্থ ট্রেনটির ৭টির মধ্যে ৫টি বগিই লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি পুকিপসি থেকে গ্রান্ড সেন্ট্রাল স্টেশনে যাচ্ছিলো। নিউইয়র্কের অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় ৭টা ২০ এ ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে অনেকে আহত হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে ১৩০ জন অগ্নিনির্বাপণকর্মী।