পদ্মবিলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা মাঠ থেকে একই রাতে প্রায় ১০টি শ্যালোমেশিনের বডিসহ মেশিন চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গার পাশখালী, বন্দের মাঠ পাতরজোল থেকে এসব শ্যালোমেশিন ও মেশিনের যন্ত্রপাতি চুরি করে চোরেরা। এলাকাবাসী বলেছেন, বেশ কয়েকদিন রাতে পুলিশের টহল থাকা কালীন চুরি ডাকাতি কম ছিলো। পুলিশের টহল না থাকার কারণে আবার চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। পুলিশ টহল জোরদার করণের জন্য এলাকাবাসী চুয়াডাঙ্গা পুলিশ সুপারের হস্তেক্ষেপ কামনা করেছেন।