চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের কুলপালার অদূরে ভাদ্রেপুল নামক স্থানে ডাকাতরি ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের গাড়ির শব্দশুনে সড়কের উপরেই গাছ ফেলে ডাকাত দল পালিয়ে যায়। একইরাতে আঁধা কিলোমিটার দুরে কুলপালা-রুইথনপুর সড়কে ডাকাতির পর মাঝরাতে আবারও চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টায় আতঙ্কে এলাকাবাসী।
জানা গেছে, গত বুধবার রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালার ভাদ্রেপুল নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে। গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে মেহেরপুর থেকে আসা র‌্যাবের গাড়ি হুইছেলের শব্দ পেয়ে রাস্তার ওপরেই গাছ ফেলে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। খবর পেয়ে তৎক্ষানিক গোকুলখালী পুলিশ ফাঁড়ির টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তা থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে গোকুলখালী পুলিশ ক্যাম্পের আইসি বজলুর রহমান বলেন রাত সোয়া ৩টার দিকে ভাদ্রেপুল নামক স্থানে রাস্তার পাশের মেহগনি বাগান থেকে গাছ কেটে রাস্তার ওপর ফেলে ডাকাতির চেষ্টা চালায় এ সময় আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তা থেকে গাছ সরিয়ে চলাচল স্বাভাবিক করে।

Leave a comment