স্টাফ রিপোর্টার: আনন্দ উদ্দিপনা ও আতসবাজি ফোটানোর মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও রাষ্টীয় পতাকা উত্তলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সকাল সোয়া ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের আসনগ্রহণ। সকল শ্রমিকদের সুস্থতা কামনা করে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে আলোচনাসভার সুচনা করা হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্মসাধারণ সম্পাদক মশিউর রহমান, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহসভাপতি ইসলাম উদ্দীন, চুয়াডাঙ্গা বিদ্যুতশ্রমিক লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর শ্রমিক লীগের সহসভাপতি মনিরুজ্জামান, পৌর শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা বেগম ও শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ আরও অনেকে। বক্তারা বলেন, শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করলে আগামীতে আওয়ামী লীগের জয় হবেই। তাই আমাদের একত্রিতভাবে কাজ করে যেতে হবে।