চুয়াডাঙ্গা ওজোপাডিকোর মিটার পাঠক জাকির হোসেনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ওজোপাডিকোর মিটার পাঠক জাকির হোসেন ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহে……..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮বছর। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাত তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেলে তার পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েস অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম জাকির হোসেন বরিশালের গৌরনদী থানার মৃত ফজলুল হক তালুকদারের ছেলে। তার মৃত্যুতে ওজোপাডিকো চুয়াডাঙ্গা শাখার সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল জাকিরের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

 

Leave a comment