বাল্যবিয়ে প্রতিরোধে সকলের সহযোগিতা চাই

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে নিরোধ দিবসের আলোচনাসভায় জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: বাল্যবিয়ে সামাজিক ব্যধি। এর ফলে একদিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি, নারী নির্যাতন, যৌতুক, তালাক, বহুবিয়ে, আত্মহত্যার প্রবনতা বৃদ্ধি পায়। তেমনি নারী শিক্ষার হার বাধাগ্রস্থ করে। উন্নয়নের প্রধান বাধা বাল্যবিয়ে। চুয়াডাঙ্গা জেলা বাল্যবিয়ের ক্ষেত্রে দ্বিতীয় এবং আত্মহত্যায় ৪র্থ স্থানে রয়েছে। যা খুবই দুঃখজনক। বাল্যবিয়ে শুধু প্রশাসন বা আইন প্রয়োগ করে বন্ধ করা সম্ভব নয়। এ জন্য দরকার এলাকার সকলের সহযাগিতা এবং বাড়াতে হবে জনসচেতনতা। এ সময় শিক্ষক, কাজী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিদের উদ্দেশে বলেন, কোথাও কোনো বাল্যবিয়ের ঘটনা ঘটলে আপনারা নিজেরা বন্ধ করার চেষ্টা করবেন। যদি না পারেন প্রশাসনকে জানাবেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাল্যবিয়ে নিরোধ দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহামেদ এ কথাগুল বলেন। এ সময় তিনি আরও বলেন, যে সমস্ত কাজীদের কাছে একাধিক রেজিস্ট্রার বই আছে অতি দ্রুতভাবে বইগুলো জেলা রেজিস্ট্রারের নিকট জমা দিয়ে দেবেন। কোথাও বিয়ে পড়াতে গেলে জন্ম সনদ ও কনেকে চোখে দেখে বিয়ে পড়াবেন। বাল্যবিয়ের সাথে যারা জড়িত তাদের ভ্রাম্যমাণ আদাতের মাধ্যমে দুই বছরের জেল বা জরিমানার বিধান আছে। যে কোনো মূল্যে চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে শূন্যের কোঠায় আনা হবে। ব্র্যাক, সিডিএফ, প্রত্যাশা, পাস ও লোকমোর্চার সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর এ সভার আয়োজন করে। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহাম্মেদ। চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম, সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌস। বক্তব্য রাখেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড, আলমগীর হোসেন, জেলা কাজী সমিতির সেক্রেটারি সামসুল হক, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক আজমিরা জাহান। আরও উপস্থিত ছিলেন প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার নুজাত পারভিন প্রমুখ। এর আগে সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় বাল্যবিয়ে নিরোধ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ র‌্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যানা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, অফিসার ইনচার্জ আকরাম হোসেন, সমাজসেবা অফিসার আবু তালেব, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, লুৎফর রহমান, দারুস সালাম ও মিনাজ উদ্দিন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সহকারী হোসনে আরা পারভীন, বিভিন্ন সংগঠনের সভাপতি মৌয়বী রানী, আসমা খাতুন মেম্বার, শাহিদা খাতুন, রুশিয়া খাতুন, জান্নাতুল মাওয়া, নাসিরা খাতুন, ময়না খাতুন, বিলকিস পারভীন, লুক্ষী রানী, আনোয়ারা খাতুন, রাজিব কুমার বেদ প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। তিনি বাল্যবিয়ে নিরোধ কল্পে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশকে একটি উন্নত জাতিতে পরিণত করতে হলে বাল্যবিয়ে নিরোধের কোনো বিকল্প নেই। যে দেশের নারীরা যতবেশি শিক্ষিত সেই দেশ ততো উন্নত। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে স্থান পেতে হলে বাল্যবিয়ে বন্ধ করতে সকল অভিভাবককে আরও বেশি সচেতন হতে হবে। শুধু আইন দিয়ে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। আলোচনাসভায় উপস্থিত ছিলেন ইফার দামুড়হুদা উপজেলা ফিল্ড সুপার ভাইজার আব্দুল হাকিম, ইমাম মাওলানা মহিউদ্দীন, মাওলানা তাজুল ইসলাম, আবুল হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শামীম আহম্মেদ, ইফার মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, এ উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির যুব সমাজের উন্নয়নে যুব কমিটি ও ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বাঁকা স্কুল মোড়ে এবং সুটিয়া বাজারে র‌্যালি, মানববন্ধন ও আলোচনাসভার আয়োজন করা হয়। র‌্যালি ও মানববন্ধন শেষে বাঁকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির বাঁকা ইউনিয়ন সমন্বয়কারী নুঝাত পারভীন। বক্তব্য রাখেন, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বাঁকা ইউপি সদস্য জাহিদুল ইসলাম রুপ মিয়া, জহির উদ্দিন, শহীদ সরোয়ার, শারমিন আক্তার, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, যুব কমিটির নেতা ইনামুল হক, মুন্নি, রাকিব, সামিউল, হারুন, সালেহা, জাকিয়া, রকিব, চন্দনা ও রহিমা খাতুন।

Leave a comment