ফেনসিডিল ও মদসহ আটক ২

দামুড়হুদার দর্শনা ও সুলতানপুর বিজিবির পৃথক অভিযান

দর্শনা অফিস: দামুড়হুদার সুলতানপুর ও দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে আটক করা হয়েছে অভিযুক্ত ২ মাদককারবারীকে। উদ্ধার করা হয়েছে ফেনসিডিল ও মদ। আটককৃতদের বিরুদ্ধে থানায় দায়ের মামলা করেছে বিজিবি। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে ঈশ্বরচন্দ্রপুর থেকে আটক করা হয় হারান ম-লের ছেলে আজাদ হোসেনকে (৫০)। আজাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় হাবিলদার আশানুল হক বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় আজাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েক মোমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ইউনিয়নের কামারপাড়া সড়কে। পাকা সড়ক থেকে বিজিবি সদস্যরা আটক করে কামারপাড়ার এনরান হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (৩৮)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত মনিরুলের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ বোতল ফেনসিডিল ও ১৪ বোতল মদ। এ সময় কৌশলে দুজন পালিয়ে গেলেও নায়েক মোমিনুল ইসলাম বাদী হয়ে মনিরুলসহ ৩ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এ সময় সুলতানপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঝাঁজাডাঙ্গা মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন।