আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সেই আলোচিত নৈশপ্রহরী হাবিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান স্বাক্ষরিত একপত্রে এ আদেশ দেয়া হয়। প্রেরিত পত্রে তিনি কেন এবং কী কারণে বিদ্যালয়ে র্দীঘদিন যাবত অনুপস্থিত ও স্থায়ীভাবে তাকে কেন বরখাস্ত করা হবে না তার সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে দেয়ার জন্য কারণদর্শানো নোটিশ দেয়া হয়েছে। তবে কতোদিনের মধ্যে জবাব দিতে হবে তা আদেশপত্রে উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর পরস্ত্রীকে অপহরণ মামলায় হাবিল ও তার সহযোগিকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন।