স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংর্ঘষে ৫ জন আহত হয়েছে। আহতরা কুষ্টিয়া সরকারি কলেজ হাসপাতালসহ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে যুবলীগ নেতা এনাম হান্নান বিশ্বাস ও জাহিদ সর্মথিত সাদ্দাম গ্রুপ এবং যুবলীগ নেতা সাইফুল ইসলাম সর্মথিত কোয়েল গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এ সংর্ঘষ হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে ১৮ দলের ডাকা অবরোধের প্রতিবাদে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে সাদ্দাম গ্রুপ বিক্ষোভ মিছিল বের করে। এ সময় কোয়েল গ্রুপ কলেজে মিছিল বের করলে দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংর্ঘষে কোয়েল গ্রুপের ৫ কর্মী আহত হয়।