আলমডাঙ্গার গোবিন্দপুরের পিকলু ও নওদা বণ্ডবিলের সোহরাব ডেগারের আঘাতে আহত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে গোবিন্দপুরের পিকলু ও নওদা বণ্ডবিলের সোহরাবকে ডেগার মেরে আহত করেছে। গতকাল সন্ধ্যায় শহরের কাছারি বাজারে কালিদাসপুর ইউনিয়নের রাজিব এ ঘটনা ঘটিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আলমের ছেলে পিকলু (২৫) ও নওদা বণ্ডবিলের মন্টুর ছেলে সোহরাব দুজন ইলেকট্রিক মিস্ত্রি। বেশ কয়েক মাস আগে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের পিন্টুর ছেলে রাজিবের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। গতকাল সন্ধ্যায় পিকলু ও সোহরাব কাছারি বাজারে আলোর ভূবন ইলেকট্রিকের দোকানে যাচ্ছিলো। ওই দিক দিয়ে রাজিব তার বন্ধু একই গ্রামের ইছাহকের ছেলে জাফিরুলকে সাথে করে আলমডাঙ্গা আসছিলেন। এ সময় রাজিব তার পকেটে থাকা ডেগার বের করে প্রথমে পিকলুর বুকের বাম দিকে আঘাত করে। পরে সোহরাবের মুখের বাম চোয়ালে ও নাভীর নিচে ডেগার দিয়ে আঘাত করে। আহত অবস্থায় পিকলু ও সোহরাব চিৎকার করলে আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। এ সময় রাজিব ও জাফিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন জাফিরুলকে আটক করলেও মূলহোতা রাজিব পালিয়ে যায়। পরে জাফিরুলকে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে স্থানীয় লোকজন তুলে দেয়। আহত পিকলু ও সোহরাবকে প্রথকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে তাদেরকে স্থানীয় ক্লিনিক থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

Leave a comment