স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গাইদঘাটের নিপিড়নের শিকার গৃহবধূ কুলসুমকে (২৫) তার স্বামীর ঘর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে তার স্বামী মোমিন দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতন করে আসছিলো বলে অভিযোগ। কুলসুম- মোমিনের বিয়ে হয় আনুমানিক ৮ বছর আগে। ৭ বছরের এক সন্তানও রয়েছে সংসারে। কুলসুমের শয্যাপাশে থাকা লোকজন অভিযোগ করে বলেছেন, বিয়ের কিছুদিন পর থেকেই বদরাগি মোমিন নির্যাতন শুরু করে। গত তিন দিন ধরে ঘরে আটকে অমানবিকভাবে নির্যাতন করে ঘরে ফেলে রাখে। কুলসুমের পিতাপক্ষের লোকজন খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে গতকাল তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন।