স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। গতকাল রোববার বেগমপুর ফাঁড়ি পুলিশ আকন্দবাড়িয়ায় ও সদর থানা পুলিশ বড়বাজার স্বর্ণকার পট্টি থেকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার ফকির চাঁদের ছেলে বিপুল বড়বাজার স্বর্ণকার পট্টিতে নিউ মডার্ন জুয়েলার্সের কারখানায় কাজ করেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে বিপুল স্বর্ণকারের কাজের পাশাপাশি ফেনসিডিল ব্যবসা করে আসছে। এমন খবর পেয়ে সদর থানার এসআই ইবনে খালিদ স্ট্যালিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় বিপুলকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১৬ বোতল ফেনসিডিল।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দীন ও বেগমপুর পুলিশ ফাঁড়ির এএসআই সুমন আকন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান নামের একজনকে আটক করেন। এ সময় তার নিকট থেকে উদ্ধার করা হয় ৬ বোতল ফেনসিডিল। আকটকৃত হাবিবুর রহমান মাগুরা জেলা শহরের তাতিপাড়ার মৃত জলিল মিয়ার ছেলে। আকটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।