মেহেরপুর অফিস: ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন দোদুলকে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে মেহেরপুর আ.লীগের একটি অংশ তাকে বয়কট করে মেহেরপুরে সমাবেশ করেছে।
গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর হোটলবাজার তিনরাস্তার মোড়ে শহর আ.লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সাজ্জাদুল আনাম, সাজ্জাদুল আলম সাজ্জাদ, জাফর ইকবাল, মিজানুর রহমান মিলন, আল মামুন, নিশান সাবের, জসিউর রহমান বকুল, মফিজুর রহমান মফিজ, মাসুদ খান লিংকন, সাফুয়ান আহমেদ রুপক, বারিকুল ইসলাম লিজন, রাশিদুল ইসলাম আনন্দ, জুয়েল প্রমুখ।