স্টাফ রিপোর্টার: রাজনৈতিক সমঝোতা যখন হবে তখন আর বিরোধীদলের কেউ কারাগারে থাকবেন না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান যুগে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার সুযোগ নেই। সবাই আচরণবিধি মেনে চললে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সম্ভব।
গতকাল শনিবার সচিবালয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, পর্দার অন্তরালে কথা হচ্ছে বিরোধীদলের সাথে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে বিদেশিদের তৎপরতা এবং ডোনারদের উদ্বেগ রয়েছে। কয়েকদিনের মধ্যে জাতিসংঘ প্রতিনিধি আসবেন। তারা তাদের কথা বলতে পারবেন। কিন্তু আমরা আমাদের সমস্যা সমাধান না করলে সমাধান হবে না।
ডাক ও তারমন্ত্রী রাশেদ খান মেনন ইতঃপূর্বে বলেছিলেন, পার্লামেন্ট বহাল রেখে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি সম্ভব নয়। তাহলে কী করে লেভেল প্লেইং ফিল্ড হবে- এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা মেনন সাহেব বলতে পারবেন। তবে বর্তমান যুগে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার সুযোগ নেই। সবাই আচরণবিধি মেনে চললে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সম্ভব।