বিদেশি টুকরো

স্পেনের নিষেধাজ্ঞা উপেক্ষা করবে কাতালান পার্লামেন্ট

মাথাভাঙ্গা মনিটর: স্পেনের  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সোমবার স্বাধীনতার ঘোষণা নিয়ে পার্লামেন্ট অধিবেশন করবে কাতালুনিয়ার পার্লামেন্ট। আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।এতে করে স্পেনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ারই আভাস পাওয়া যাচ্ছে। বিবিসি বেতারকে শুক্রবার কাতালান সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা বলেন, পার্লামেন্ট আলোচনা করবে, অধিবেশন করবে। বিতর্ক হবে। এটি গুরুত্বপূর্ণ। কাতালান পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নিতে সোমবার আয়োজিত ওই পার্র্লমেন্ট অধিবেশনের ওপর স্পেনের সাংবিধানিক আদালতের স্থগিতাদেশের পর স্বাধীনতাপন্থি কাতালুনিয়া আঞ্চলিক সরকার এই প্রথম স্পষ্ট প্রতিক্রিয়া জানাল। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় কাতালুনিয়ার আরও স্বায়ত্ত্বশাসন নিয়ে চুক্তির দ্বার খোলার মধ্যদিয়ে একটি সমাধান খোঁজার জন্য সব রাজনৈতিক দলকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি কাতালুনিয়ার স্বাধীনতা এবং সংকট সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান নাকচ করেছেন।

বিমান থেকে নামতে গিয়ে নষ্ট হয়ে গেলো বাদশাহর সোনার সিঁড়ি

মাথাভাঙ্গা মনিটর: চারদিনের সফরে রাশিয়ায় যান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। উড়োজাহাজ থেকে নামার সময় তিনি ব্যবহার করেন সোনার তৈরি চলন্ত সিঁড়ি। কিন্তু নামার সময় থেমে যায় সেই সিঁড়ি। কিছুক্ষণ অপেক্ষা করেও যখন চালু হয়নি, তখন পায়ে হেঁটেই বাকিটুকু নামেন ৮১ বছর বয়সী সালমান। পরে রুশ পুলিশের গাড়িবহর তাকে মস্কোর ভেতরে নিয়ে যায়। সৌদি কোনো বাদশাহ এই প্রথম রাশিয়ায় রাষ্ট্রীয় সফর করছেন। দুই দেশই এ সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে। রাশিয়া সফরে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাদশাহ সালমান। এ সফরে দুই দেশের মধ্যে অস্ত্র কেনার চুক্তি প্রায় চূড়ান্ত। এ ছাড়া তেলের বাজার স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা করছে সৌদি আরব ও রাশিয়া। সিরিয়া সংকটসহ বিভিন্ন আঞ্চলিক, সামরিক, বাণিজ্যিক ইস্যু আলোচিত হবে বলেও ধারণা করা হচ্ছে।

মধ্য আমেরিকার তিন দেশে ঘূর্ণিঝড়ে ২০ জনের প্রাণহানি

মাথাভাঙ্গা মনিটর: মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, দেশগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অনেক সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, কোস্টারিকাতে প্রায় চার লাখ লোক খাবার পানি সংকটে ভুগছে এবং কয়েক হাজার লোককে আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কোস্টারিকায় ছয়জন, নিকারাগুয়াতে ১১ জন এবং হন্ডুরাসে তিনজন মারা গেছেন।

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : ‍নিহত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই মারা গেছেন। এনডিটিভি জানায়, চীন সীমান্তের কাছে ইয়াংচি এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টার দিকে মি-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেনাবাহিনীর মুখপাত্র সুনীত নিউটন বলেন, রাশিয়ার তৈরি হেলিকপ্টারটিতে করে অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী একটি পাহাড়ী সেনাপোস্টে রসদ  নিয়ে যাওয়া হচ্ছিলো। ঘটনাস্থল থেকে হেলিকপ্টারটির পাইলট, কো-পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও দুই সেনা কর্মকর্তাসহ সাতটি মৃতদেহই উদ্ধার করা হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়েছে।

 

Leave a comment