মহেশপুর প্রতিনিধি: গত মঙ্গলবার রাতে উপজেলার ভবনগর গ্রাম থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে দত্তনগর ফাড়ি পুলিশ। থানা সূত্রে জানা যায়, উপজেলার ভবনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলামকে (৩৭) মহেশপুর দত্তনগর ফাঁড়ির এসআই অজয় অভিযান চালিয়ে সরিষাঘাটা গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৩ সালে একটি মামলা হয়। ওই মামলায় তাকে ৩ বছরের সাজা দেন বিজ্ঞ আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করে।