চুয়াডাঙ্গার কুলচারায় গাছ থেকে নারকেল পড়ে শিশু আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুলচারায় বাড়ির উঠোনে গাছের নিচে খেলতে গিয়ে গাছ থেকে নারকেল পড়ে শিশু তাপছিয়া (৪) আহত হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলা সদরের কুলচারা গ্রামের আবু সিদ্দীকের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বেলা ৫টার দিকে তাপছিয়া তাদের বাড়ির উঠোনে নারকেল গাছের নিচে খেলছিলো। হঠাত গাছ থেকে একটি শুকনো নারকেল তার পিঠের ওপর পড়ে। তাপছিয়ার চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a comment