আগামীকাল পর্দা উঠবে টুর্নামেন্টের

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ প্রস্তুতি নিয়ে মূল্যায়নসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ প্রস্তুতি নিয়ে মূল্যায়নসভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পর্দা উঠবে চুয়াডাঙ্গাবাসীর বহু কাক্সিক্ষত এ টুর্নামেন্টের। গতকাল বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মূল্যায়নসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সভায় টুর্নামেন্ট পরিচালনার ১৪টি উপ-কমিটির স্ব স্ব আহ্বায়কগণ তাদের কাজের অগ্রগতি উপস্থাপন করেন। তাদের উপস্থাপনায় জানা যায় প্রস্তুতির প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলো আজকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক উদ্বোধনী দিনের কর্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। তিনি বলেন, দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথে প্রত্যেককের হাতে একটি করে ছোট জাতীয় পতাকা দেয়া হবে। এভাবে ৫ হাজার দর্শকের হাতে জাতীয় পতাকা তুলে দেয়া হবে। অতিথিগণ কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ফুটবল মানব মাসুদ রানার ফুটবল কৌশল প্রদর্শন করবেন। সরকারি শিশু সদনের শিশুদের পরিবেশনায় মনোরম ডিসপ্লে প্রদর্শন করা হবে। এরপর প্রথমআলোর সাংবাদিক শাহ আলম সনি রচিত ও সুরে নির্মিত ফুটবলের থিমসং প্রদর্শন করা হবে। থিমসং পরিবেশনের পর উদ্বোধনী ম্যাচের দুই দলের ২২ খেলোয়াড় প্রবেশ করবে মাঠে। ২২ জন খেলোয়াড়ের সঙ্গে থাকবে ২২ জন ক্ষুদে ক্ষুদে ফুটবলার। শুরু হবে জাতীয় সঙ্গীত। এ সময় স্টেডিয়ামের গ্যালারিতে ৫ হাজার পতাকাধারী দর্শক ও সাধারণ দর্শক উঠে দাঁড়িয়ে পতাকা সম্মান জানাবে। একই সাথে পতাকাধারী দর্শকগণ জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা নাড়তে থাকবে। এরপর নির্ধারিত অতিথিগণ ও উদ্বোধক মাঠে প্রবেশ করে বেলুন উড়িয়ে এবং উদ্বোধনী বক্তব্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। সবশেষে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন অতিথিগণ। অতিথিগণ তাদের নিজ নিজ আসনে অবস্থান নেয়ার পরপরই শুরু হবে স্বাগতিক চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা দলের মধ্যকার খেলা।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মূল্যায়নসভা শেষে জেলা প্রশাসকসহ এডিশনাল এসপি আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জাতীয় গোয়েন্দা সংস্থা, চুয়াডাঙ্গা জেলা শাখার উপপরিচালক জাফর ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু নতুন স্টেডিয়ামে উপস্থিত হয়ে সরজমিনে মাঠ ও ভিআইপি গ্যালারি ঘুরে দেখেন।

Leave a comment