মেহেরপুর অফিস: দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রদান করা হয়েছে। মেহেরপুর-১ আসন থেকে ফরহাদ হোসেন দোদুল ও মেহেরপুর-২ (গাংনী) আসন থেকে এমএ খালেক মনোনয়ন পেয়েছেন। মেহেরপুর-১ আসনে মনোনীত ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ছহিউদ্দিনের ছেলে। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জানা মতে, মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০ জন মনোনয়নপত্র কিনেছিলেন। এদিকে মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ খালেক গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি একটানা ১৫ বছর গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এর আগের ৩ বছর যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮২ থেকে ১৯৮৮ পর্যন্ত কলেজ ও উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তুলে ছিলেন। কিন্তু দলের স্বার্থে পরে তা প্রত্যাহার করেন। এছাড়া মহাজোট সরকারের আমলে অর্থাত ২০০৭ সালের নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ করলেও দলীয় নির্দেশে তার প্রত্যাহার করে নেন। এ বছর নির্বাচনে অংশ নিতে মোট ৯ জন জন দলীয় মনোনয়ন কেনেন।