বি.বাড়িয়ায় দুর্ঘটনায় আহত চুয়াডাঙ্গার ট্রাক হেলপার কাওছারের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: বি.বাড়িয়ায় দুর্ঘটনায় গুরুতর আহত চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার কাওছার আলী অবশেষে মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সে মারা যায়। গতরাতেই তার লাশ নিজ গ্রামের উদ্দেশে নেয়া হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার একটি ট্রাকের হেলপার হিসেবে চাকরি করে আসছিলো দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার আতিয়ার রহমানের ছেলে কাওছার আলী (২৫)। গত ২৩ নভেম্বর বি.বাড়িয়ার একটি রাস্তায় অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে কাওছার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাকে প্রথমে বি.বাড়িয়ার একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিলো কাওছার।