কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর হাজি বটতলা সংলগ্ন তিন শতাংশ সরকারি জায়গায় এই দোকান নির্মাণ করা হয়েছে। হাজি শাহাবুদ্দীনের ছেলে আবু ছিদ্দিক দোকানটি নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।
গ্রামবাসী জানান, ক্ষমতার দাপট দেখিয়ে গত ২ বছর আগে একই স্থানে সরকারি রাস্তার জায়গা দখল করে দোকান নির্মাণ করে ছিদ্দিক। পাশের রাস্তাটি যাতায়াতের জন্য গ্রামবসী নিজ উদ্যোগে মাটি ভরাট করতে গেলে আবু ছিদ্দিক বাধা দেন এবং বলেন আমি আরও দুই শতক জমি বন্দবস্ত নেয়। এদিকে গ্রামবাসী উপায়ন্তর না পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে লিখিত গণপিটিশন করেছে বলে জানা গেছে।
এ বিষয় অভিযুক্ত ছিদ্দিক বলেন, এই জায়গার বরাদ্দপত্র আমার নামে রয়েছে। আমার জায়গায় আমি দোকান নির্মাণ করছি। পরে অবশ্য তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ নাফিজা সুলতানা বলেন, বিষয়টি আমার জানা নেই।