মুজিবনগর প্রতিনিধি: আকাশ সাংস্কৃতিক আর তথ্য প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ খেলাধুলা। এখন আর তেমন একটা দেখা যায় না এসব প্রতিযোগিতার। তরুণদের কাছে পরিচিতি করার জন্য হারিয়ে যেতে বসা নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে গেল মুজিবনগরের ভৈরব নদীতে। সকলেই মেতে উঠেছিলো এ উৎসবে। আর অংশ নেয়া নতুন প্রজন্মের দাবি খেলাটি টিকিয়ে রাখার। মুজিবনগর উপজেলার মহিষনগর অনন্ত ক্লাবের উদ্যোগে ভৈরব নদে নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক বাখের আলী। দুপুরে নৌকাবাইচ দেখতে আসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। এ সময় মুজিবনগর থানা ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, প্রভাষক আবুল হোসেন, দারিয়াপুর ইউপি আ.লীগের সম্পাদক এস.এম মাহাবুব আলম রবি, ইউপি সদস্য আব্দুল হান্নান গুটলি, অনন্ত ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভৈরবের দু পাড় হাজারে দর্শক নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকাবাইচ উপলক্ষে ভৌরব নদের তীরে মেলা বসে। আয়োজকরা জানান, এক সময় ভৌরব নদীতে প্রচুর পানি থাকতো। সে সময় এখানে নিয়মিত নৌকাবাইচ হতো। পরবর্তীতে ভৌরব নদে পানি না থাকাই নৌকা বাইচ হয় না। ভৈরব নদী খননের ফলে সুযোগ আসে এ খেলার আয়োজনের। খেলায় আবুল হেসেন প্রভাষকের দলকে ১ম পুরস্কার হিসেবে একটি বড় খাসি, গৌরীনগর জানারুল (খালপাড়া) ২য় পুরস্কার হিসেবে ১টি মধ্যম খাঁসি ও শিবপুর-বিশ্বনাথপুর দলকে ৩য় পুরস্কার হিসেবে ১টি ছোট খাঁসি প্রদান করেন।