পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করলেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেন, যাতে অন্তত চার লাখ ডলার খরচ হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র্রে পেশাগত কাজে সরকারি কর্মকর্তাদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের নিয়ম রয়েছে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তা বিষয়ক কাজে নিয়োজিত কর্মকর্তারা এ নিয়মের বাইরে। অবশ্য প্রাইস তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন এ ধরনের খরচে তিনি খুব ‘অখুশী’।
কম্বোডিয়ার বিরোধী দলের এমপিরা গ্রেফতার আতঙ্কে দেশ ছাড়ছেন
মাথাভাঙ্গা মনিটর: কম্বোডিয়ায় মার্কিন সমর্থিত অভ্যুত্থান চেষ্টার অভিযোগে সরকারের ব্যাপক ধরপাকড়ের আশঙ্কায় দেশটির বিরোধী দলের প্রায় অর্ধেকের মতো সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়েছেন। গত ৩ সেপ্টেম্বরে একই অভিযোগে রাজধানী নমপেন থেকে বিরোধী দলের নেতা কেম শোকাহকে গ্রেফতার করা হয়। এরপরই অন্যান্য সংসদ সদস্যের মাঝে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে আরো অনেককে গ্রেফতার করা হতে পারে। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটা আর কিছুই নয়, সরকার সামনের নির্বাচনে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতেই এ কৌশল নেয়া হয়েছে। সামনের নির্বাচনে যদি হুন সেনের সরকার টিকে যায় তাহলে তাদের মোট তিন দশক ধরে ক্ষমতায় থাকা হবে।
মা আদালতের কাঠগড়ায় : ক্ষুধার্ত শিশুকে স্তন্যদান পুলিশের
মাথাভাঙ্গা মনিটর: আদালতের কাঠগড়ায় দাঁড়ানো এক আসামির সন্তানকে স্তন্যপান করিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন চীনের এক নারী পুলিশ। নাম তার হাও লিনা। ঘটনাটি ঘটেছে গত শনিবার চীনের শানজি প্রদেশে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে যায় গোটা বিশ্বে। জানা গেছে, শানজি জিনজং ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে বিচার চলছিলো এক নারীর। কাঠগড়ায় নিয়ে যাওয়ার সময়েই কেঁদে ওঠে তার ৪ মাসের ছোট্ট শিশুটি। সেই সময় তার ক্ষুধার্ত শিশুকে স্তন্যপান করানোর সিদ্ধান্ত নেন লিনা। অনুমতি দেন ওই নারীও। লিনার কথায়, ‘শিশুটির কান্না থামছিলো না। আমিও সদ্য মা হয়েছি। বুঝতে পারছিলাম শিশুটিকে ছেড়ে যেতে তার কতোটা উদ্বিগ্ন ছিলো।
সিরিয়ার নিরাপদ জোনে বিমান হামলায় নিহত ২৮
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে পরিকল্পিত একটি নিরাপদ জোনে বিমান হামলায় কমপক্ষে ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনা জিহাদিদের বিরুদ্ধে সামরিক বাহিনীর বিমান অভিযানকে ছায়াচ্ছন্ন করেছে। শনিবার পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষক সংস্থা জানায়, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার ইদলিব প্রদেশের আমানাজ শহরে রাতভর চালানো বিমান হামলায় এসব লোক নিহত হয়। এদের মধ্যে ৪ শিশু রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে এ বিমান হামলা সিরিয়ার সরকারি বাহিনী না তাদের মিত্র দেশ রাশিয়ার সামরিক বাহিনী চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।