ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গেরপাড়া গ্রাম থেকে অপহৃত কাপড়ব্যবসায়ী নিখিল হালদারকে পুলিশ দু দিনেও উদ্ধার করতে পারেনি। গত বুধবার মধ্যরাতে অস্ত্রধারীরা নিখিলকে অপহরণ করে।
অপহৃত নিখিলের স্ত্রী অঞ্জলী হালদার জানান, অপহরণের পর থেকেই সন্ত্রাসীরা মোবাইলফোনে মামলা বা পুলিশকে জানাতে নিষেধ করেছে। তারা ১০ লাখ টাকা না পেলে নিখিলকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, হিঙ্গেরপাড়া গ্রামের নিরাপদ হালদারের ছেলে পুরাতন কাপড়ব্যাবসায়ী নিখিলকে অপহরণের কথা পুলিশকে কেউ জানায়নি। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ নিখিলের বাড়িতে যায়। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে তারা কোনোরকম তথ্য দিতে চাচ্ছে না। অপহৃত নিখিলকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। পুলিশের ধারণা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা এলাকার সন্ত্রাসীরা নিখিলকে অপহরণ করতে পারে। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।