গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী সরকারি ডিগ্রি কলেজ মসজিদের তালায় আঠা দিয়ে এটে দেয়া হয়েছে। এতে গতকাল শুক্রবার মসজিদে ফজর নামাজ পড়তে বিপাকে পড়েন মুসল্লিরা।
স্থানীয়সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল ফজরের নামাজের আযান দিতে যান মুয়াজ্জিন ইব্রাহিম খলিল। মসজিদের তালা খুলতে ব্যর্থ হন। আঠা দিয়ে তালার মুখ বন্ধ করা ছিলো। পরে মুসল্লিরা গিয়ে অন্য পাশের দরজার তালা খুলে নামাজ আদায় করেন। গাংনী সরকারি ডিগ্রি কলেজ মসজিদের ঈমাম নিয়ে স্থানীয় কিছু মানুষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে তালায় আঠা দেয়া হয়ে থাকতে পারে বলে নানা গুঞ্জন শুরু হয়েছে।