পৌরবাসীর সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহ্বান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরবাসীর সহযোগিতার ধারা অব্যাহত থাকলে এ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করার চেষ্টায় কমতি থাকবে না। সাধ্যমতো উন্নয়ন করে যাচ্ছি। চুয়াডাঙ্গা তালতলা মোড়স্থ কেন্দ্রীয় মহাশশ্মান কমপ্লেক্সের দাহ অংশের নির্মাণ কাজের উদ্বোধনকালে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম মালিক খোকন, গোলাম মস্তফা মাস্তার, মহিলা কাউন্সিলর সুলতানা আরা রত্মা, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, এসেসের বিধূ রঞ্জন চাকী, স্টোরকিপার শংকর চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ললিত উজ্জ্বল অধিকারী, রবিন্দ্র নাথ সাহা, শ্যামল কুমার, পলাশ কুমার সাহা, শংকর কুমার দে, অমরচিত আগরওয়ালা, তালতলা পুজামণ্ডপের সহসভাপতি পপিশ্বর সাহা, সম্পাদক ষষ্ঠি চরন কর্মকার, হরেন্দ্র নাথ বিশ্বাস, অনন্ত শর্মা, বাবুল শর্মা, বিদ্যাধর সাহা, চুয়াডাঙ্গা মালোপাড়া, দাসপাড়া বেলগাছি ও দৌলাতদিয়াড় পূজা কমিটির নেতৃবৃন্দসহ এলাকাবাসী।
চুয়াডাঙ্গা পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় কেন্দ্রীয় মহাশশ্মান কমপ্লেক্সের উন্নয়নে কর্মসূচি হাতে নেয়ায় উপস্থিত সকলে মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের কল্যাণ কামনাসহ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন।