সুজন মাহমুদ: চুয়াডাঙ্গা কুশোডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নবীছদ্দীন মণ্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। গতকাল শুক্রবার সকাল দশটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল আমীনসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি দু ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।