বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন

 

মেহেরপুরে নাজমুল-আসাদুল প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মেহেরপুর অফিস: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের নাজমুল-আসাদুল প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার মেহেরপুর বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচন কমিশন নাজমুল-আসাদুল প্যানেলের ৪১ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. লুৎফর রহমান ও সদস্য সচিব মো. ফয়েজউদ্দিন স্বাক্ষরিত পত্রে জানানো হয়- প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের পূর্ণ প্যানেল নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- সভাপতি নাজমুল হক লিটন, সিনিয়র সহসভাপতি সাদ আহমেদ ও কিতাব আলী, সহসভাপতি মনোয়ার হোসেন, এমএম আলাউদ্দিন, রুহুল আমিন, ফৌজিয়া আফরোজ তুলি, মাহাবুবা আক্তার বিউটি ও মনোয়ারা আক্তার, সাধারণ সম্পাদক আসাদুল হক, সিনিয়র যুগ্মসম্পাদক মীর সাদিক ওয়াহিদ নিয়ন, যুগ্মসম্পাদক মাসুদ আলম, সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রিন্টু, এমদাদুল হক, আব্দুস সামাদ, আতিয়া খন্দকার ইতি, তারিফা হুসাইন শাপলা ও আতিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন, দপ্তর সম্পাদক খাদেমুল ইসলাম, সহদপ্তর সম্পাদক খাদেমুল ইসলাম, অর্থসম্পাদক সাইদুল আলম সাগর, সহঅর্থসম্পাদক জিনারুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক বাবলুর রহমান, সহতথ্য ও প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, কাব সম্পাদক ফিরোজ আহমেদ, সহকাব সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলীমুদ্দিন আলিফ, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক শাহাজান শেখ মুন্না, সহসমবায় বিষয়ক সম্পাদক মাসুম আহাম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, সহমহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার হিরা, শিক্ষা গবেষণা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাসান-উজ্জামান এবং নির্বাহী সদস্য মফিজুর রহমান, শিরিন আক্তার, মীর আব্দুস সবুর, আব্দুল লতিফ, রুহুল আমীন ও নজরুল ইসলাম।