স্টাফ রিপোর্টার: সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যোগদান ও এরশাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে নতুন দল গঠন করেছেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা কাজী জাফর আহমেদ। কাজী জাফরের ঘনিষ্ঠ একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, জাতীয়তাবাদী জাতীয় পার্টি অথবা তৃণমূল জাতীয় পার্টি যেকোনো নামে আসতে পারে এ দল। দলটির মহসচিবের দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য গোলাম মসিহ। জানা গেছে, অল্প কয়েকদিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে এ দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এতে জাতীয় পার্টির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতা অংশগ্রহণ করতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য জানান, আমরা সময় সুযোগ বুঝে কাজী জাফরের দলে অংশ নিতে পারি। তবে এখনো নিশ্চিত করে বলতে পারছি না।